সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সে (মেইনস) কেন বাংলায় প্রশ্নপত্র থাকবে না? ট্যুইটারে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর জোরাল দাবি, সব আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র হওয়া উচিৎ৷ বাংলা ভাষাতেও জয়েন্টে প্রশ্ন করতে হবে৷
২০২০ সালের সারা ভারত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা হিন্দী, ইংরাজি ও গুজরাটিতে। তাতেই বিতর্ক তৈরি হয়েছে৷ আঞ্চলিক বৈষম্যের অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি৷ তীব্র প্রতিবাদ উঠছে নানা মহল থেকে৷ এ বার সরব হলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বুধবার টুইটারে মমতা লেখেন, ‘হঠাৎ গুজরাটি ভাষায় প্রশ্ন তৈরির নির্দেশ৷ এটা কখনওই প্রশংসনীয় নয়৷ আমি গুজরাটি ভাষা পছন্দ করি৷ কিন্তু অন্য আঞ্চলিক ভাষাকে কেন উপেক্ষা৷ শুধু গুজরাটি ভাষাতেই কেন জয়েন্টের প্রশ্ন৷ বাংলাতেও জয়েন্টের প্রশ্ন করতে হবে৷ নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদ জরুরি৷ সব আঞ্চলিক ভাষার মানুষের প্রতিবাদ জরুরি৷ কেন্দ্রের সিদ্ধান্তে অন্য ভাষার মানুষ ব্যথিত৷’
সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় অন্তত ১১ লক্ষ পরীক্ষার্থী প্রতি বছর বসেন। এই পরীক্ষার্থীদের মধ্যে বাংলাভাষী ও মারাঠিভাষী পরীক্ষার্থীর সংখ্যা অন্য ভাষার মধ্যে বেশি থাকে। ওয়াকিবহাল মহলের মতে, এই ত্রিভাষা চালু করার অর্থ, পরীক্ষার্থীদের ওপর ইংরেজির সঙ্গে হিন্দী এবং গুজরাটি ভাষা চাপিয়ে দেওয়া। তাঁরা প্রশ্ন তুলেছেন, গুজরাটিদের তুলনায় দ্বিগুণ বাঙালি ও তিন গুণ মারাঠি এই পরীক্ষায় বসে। তাহলে শুধু গুজরাটি কেন? বাংলা এবং মারাঠি ভাষায় প্রশ্ন কেন নয়? তাঁদের আরও প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটি হওয়াতেই কি গুজরাটি ভাষাকে এই বিশেষ সুবিধা দেওয়া হল?