এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতলেন দীপক কুমার। পাশাপাশি, টোকিও অলিম্পিক শ্যুটিংয়ে দশম কোটা নিশ্চিত করলেন তিনি। মঙ্গলবার প্রতিযোগিতার প্রথম দিনে ২২৭.৮ স্কোর করে ওলিম্পিকসের ছাড়পত্র পান। গতবছর আইএসএসএফ বিশ্বকাপ শ্যুটিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন দীপক কুমার। সেবার আটজনের ফাইনালে ৬২৬.৮ স্কোর করে তিন নম্বরে শেষ করেছিলেন তিনি।
ইতিমধ্যেই টোকিও ওলিম্পিকসের শ্যুটিংয়ে রাইফেল ও পিস্তলে ন’টি কোটা সংগ্রহ করেছে ভারত। চীন ২৫টি কোটা ও কোরিয়া ১২টি কোটা সংগ্রহ করেছে। আয়োজক জাপান ১২টি কোটা সংগ্রহ করেছে। অন্যদিকে শুটিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে মঙ্গলবার ভারতকে সোনার পদক এনে দিলেন মনু ভাকের। এদিন এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২৪৪.৩ শট করে সোনার পদক নিশ্চিত করেন তিনি।