দিল্লীর দূষণের জন্য দায়ী পাকিস্তান ও চীন। তারাই বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়েছে ভারতে। এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদার।
যোগী রাজ্যের মেরঠের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা বলেন, ‘যে বিষাক্ত হাওয়া দিল্লীর বাতাসে ঘুরছে। সম্ভবত প্রতিবেশী দেশ থেকেই তা আসছে। যারা আমাদের ভয় পায়। আমার মনে হচ্ছে পাকিস্তান ও চীন আমাদের ভয় পেয়েই এই কাজ করছে।’ এরপরই তিনি যোগ করেন, ‘আমাদের এটা নিয়ে তদন্ত করা উচিত। পাকিস্তান বিষাক্ত গ্যাস ছাড়ছে কিনা তা নিয়ে তদন্ত হওয়া দরকার।’ বিনীতের আরও দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখে হতাশায় ভুগছে পাকিস্তান। তাই বদলা নেওয়ার জন্য রাজধানীর বাতাসে বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছে’। বিনীতের বক্তব্য, ‘পাকিস্তান জানে যুদ্ধ হলেই ভারতের কাছে হারবে। মোদী ও অমিত শাহ দায়িত্বে আসার পর থেকেই হতাশায় ভুগতে শুরু করেছে পাকিস্তান।’
দূষণের জন্য হরিয়ানা ও পাঞ্জাবের খড় পোড়ানোকে দায়ী করায় দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নেন বিনীত আগরওয়াল সারদা। তিনি বলেন, ‘দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল-সহ অনেকেই বলছেন খড় পোড়ানোর জন্য এই দূষণ হয়েছে। তবে কৃষকরা দেশের শিরদাঁড়া। কৃষি ও শিল্পকে দায়ী করা ঠিক না।’