ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক প্রধান হওয়ার পর থেকেই ক্রিকেটকে নতুন করে সাজিয়ে তোলার ব্রতে অবতীর্ণ হয়েছেন সৌরভ গাঙ্গুলি। এবার আগামী আইপিএলে নিয়ম-কানুনেও কিছু পরিবর্তনের পথে হাঁটতে পারে বোর্ড। সূত্রের খবর, ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন নিয়ম অন্তর্ভুক্ত হতে চলেছে। সব কিছু ঠিকঠাক চললে, আগামী আইপিএলে শুধুমাত্র নো বল দেখার জন্যই একজন আম্পায়ার বরাদ্দ করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
মঙ্গলবার মুম্বইয়ে ব্রিজেশ প্যাটেলের নেতৃত্বে আইপিএল গর্ভনিং কাউন্সিল বৈঠক বসে। সেখানে আলোচনায় আইপিএলে শুধুমাত্র নো বলের জন্যই একজন আম্পায়ার রাখার বিষয়টা উঠে আসে। বলা হয়, সব কিছু ঠিকঠাক চললে আগামী আইপিএল থেকেই নো বলের জন্য বিশেষ আম্পায়ার রাখা চালু হয়ে যাবে। মাঠের আম্পায়ারদের মতো যাঁকে সার্বিকভাবে সব কিছু দেখতে হবে না। দেখতে হবে শুধু ‘নো বল’ হল কি হল না? বলা হচ্ছে, বিষয়টা অদ্ভুত শোনাতে পারে। কিন্তু একেবারে যে অসম্ভব তা নয়।
যা খবর, তাতে আগামী আইপিএল থেকে প্রযুক্তিকে আরও ভালভাবে ব্যবহার করতে চাইছে ভারতীয় বোর্ড। সেই কারণেই শুধুমাত্র নো বলের জন্য বিশেষ আম্পায়ার রাখার ভাবনা। তবে আইপিএলে ‘পাওয়ার প্লেয়ার’ আমদানির সিদ্ধান্ত এখনই হচ্ছে না। ঠিক ছিল, পাওয়ার প্লেয়ার থিওরি রাখলে সেটা কতটা কার্যকর হয়, তা সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখে নেওয়া হবে। মঙ্গলবার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়। ঠিক হয়েছে, এবার থেকে আইপিএলে আর জাঁকজমক করে কোনও উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে না।