১৯৬৪-তে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। তারপর আবার ভারতীয় হকি টিম ২০২০-তে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করছে। তার আগে ভারতীয় হকি দলের কোচ গ্রাহাম রিডের রণনীতি নিয়ে প্রশ্ন তুললেন সেবারের অলিম্পিয়ান গুরবক্স সিংহ। তাঁর কথায়, ‘‘কেন বারবার গোলকিপার পরিবর্তন করছেন কোচ? এতে গোলকিপারদের মনোবলে চিড় ধরছে।’’
কিংবদন্তি হকি ব্যক্তিত্ব জানান, ‘‘প্রায় চল্লিশ বছর আমরা বিশ্বমঞ্চ থেকে কোনও পদক জিতিনি। বিশ্বকাপে পঞ্চম হয়েছি। টোকিয়োতে দল সেমিফাইনালে উঠলেই খুশি হব। সেটাই তো বহু দিন উঠিনি। তবে সবটাই নির্ভর করছে গ্রুপে কার বিরুদ্ধে খেলা পড়ছে, তার উপরে।’’ বর্তমান দলের অধিনায়ক মনপ্রীত সিংহের প্রশংসা করে তাঁর মন্তব্য, ‘‘ওর খেলা ভালো লাগছে। এখন হকি অনেক বদলেছে। বেলজিয়ামের মতো দলও এখন জার্মানি, নেদারল্যান্ডসের মতো দলকে হারিয়ে দিচ্ছে।’’