তাঁর অধিনায়কত্বে খেলার অভিজ্ঞতা আছে, তাই তিনি জানেন ‘দাদি’ কিভাবে দল পরিচালনা করতেন। তাঁর পরিচালন ক্ষমতার ওপর আত্মবিশ্বাসী তিনি। সেই পুরোনো মানসিকতা নিয়েই ভারতীয় বোর্ডকেও নেতৃত্ব দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনটাই মনে করেন সৌরভের এক সময়কার সতীর্থ হরভজন সিংহ।
মঙ্গলবার নয়াদিল্লীতে এক অনুষ্ঠানে হরভজন বলেন, ‘‘দারুণ এক জন অধিনায়ক ছিল সৌরভ। ওর সঙ্গে খেলে ব্যক্তিগত ভাবে আমি অনেক কিছু শিখেছি। সৌরভের পরম্পরা এর পরে এগিয়ে নিয়ে গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি। এখন বিরাট কোহালিও খুব ভাল কাজ করছে। আমি নিশ্চিত বোর্ড প্রেসিডেন্ট হিসেবেও খুব ভাল কাজ করবে সৌরভ।’’
২০১৬ সালে জাতীয় দলের জার্সিতে শেষ বার খেলা হরভজনের অভিজ্ঞতা আছে বিরাট কোহালি এবং মহেন্দ্র সিংহ ধোনি, দুই অধিনায়কেরই নেতৃত্বে খেলার। তাঁদের নেতৃত্বের মধ্যে পার্থক্য কী জানতে চাইলে হরভজন বলেন, ‘‘আমরা বেশির ভাগ ম্যাচ জিতেছি আমাদের তরুণ ও প্রতিভাবান অধিনায়ক বিরাট এবং কিংবদন্তি ধোনির নেতৃত্বে। এই সাফল্যের পুরো কৃতিত্ব তাদের। সঙ্গে তরুণ ক্রিকেটারদের সমর্থনের কথাও বলতে হবে। প্রত্যেকের নেতৃত্বের ধরন আলাদা। কে কী ভাবে নিজের পরিকল্পনা প্রয়োগ করছে সেটাও ভিন্ন। তবে লক্ষ্যটা এক।’’ ক্রিকেট ময়দানের পর এবার ভাজ্জিকে দেখা যাবে এক নতুন ভূমিকায়। এক তামিল সিনেমায় অভিনয়ের মাধ্যমে তাঁর প্রবেশ ঘটছে এই নতুন দুনিয়ায়।