বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক ঝামেলার কারণে অস্থির পরিস্থিতি উত্তর-পূর্বের মণিপুরে। আর এর মধ্যেই জোরালো আইইডি বিস্ফোরণে মণিপুরের রাজধানী ইম্ফল শহরে গুরুতর আহত হলেন অন্তত ৬ জন। তাঁদের মধ্যে ৫ জন পুলিশ কম্যান্ডো এবং এক সাধারণ ব্যক্তি রয়েছেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার সকাল ৯.২০ মিনিট নাগাদ ইম্ফলের খোয়াথাং রোডের উপরে ভিড়ে ঠাসা থাংগাল বাজার অঞ্চলে পুলিশ কম্যান্ডোদের একটি দল টহল দেওয়ার সময় তীব্র বিস্ফোরণ ঘটে। পিটিআই-কে ইম্ফল পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনায় গুরুতর জখম হয়েছেন ইম্ফলের পশ্চিম প্রদেশের অতিরিক্ত পুলিশ সুপার, একজন সাব-ইন্সপেক্টর, দুজন এএসআই এবং এক রাইফেলম্যান। এছাড়া স্থানীয় নেপালি বস্তির বাসিন্দা কৃষ্ণ গুরুংও বিস্ফোরণে আহত হয়েছেন।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের বিস্তীর্ণ এলাকা এবং বেশ কিছু যানবাহনও, এমনটাই জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের পর আহতদের তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরেই থাংগাল বাজার ও সংলগ্ন এলাকা ঘিরে ফেলেছে বিশাল পুলিশবাহিনী। উল্লেখ্য, এই নিয়ে চার দিনে দ্বিতীয় প্রবল বিস্ফোরণের সাক্ষী থাকল ইম্ফল।