ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মহা। এই মহার জেরে রীতিমতো তটস্থ দুই রাজ্যে গুজরাত ও মহারাষ্ট্র। ঘটনার জেরে এদিনই মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করল কেন্দ্রীয় মৌসুম ভবন। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই ঘূর্ণি ঝড়ের জেরে ৬ নভেম্বর মহারাষ্ট্রের বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে থানে, পালঘর,নাসিক, ধুলে ও নন্দুরবারের মতো জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিমে বেঁকে আবার পূর্ব-উত্তরপূর্বে ঘুরতে পারে। বুধবার মাঝরাত বা বৃহস্পতিবার ভোরে সিভিয়র ঘূর্ণিঝড় হিসেবে দিউ ও পোরবন্দরের মাঝখান দিয়ে গুজরাট উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা এই ঝড়ের। ঘণ্টায় ১০০-১১০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার গতিবেগ বেড়ে ঘণ্টায় ১২০ কিমিও হতে পারে।ঘূর্ণিঝড়ের প্রভাবে ৮ নভেম্বর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ৯ নভেম্বর থেকে উড়িষ্যা-অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ঝোড়ো বাতাস বইতে পারে।
ঘূর্ণিঝড় ‘মহা’র আতঙ্কে ভারতের গুজরাত উপকূলে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে ‘মহা’।
অন্যদিকে, শুধু দুটি ঘূর্ণিঝড়ই নয়, একই বছর চারটি ঘূর্ণিঝড় আরব সাগরের বুকে আগে কখনো দেখা যায়নি। এবার আরব সাগরে চারটি ঘূর্ণিঝড় হয়েছে। এর আগে ‘বায়ু’ আর ‘হিক্কা’ নামেও দুটি ঘূর্ণিঝড় আরব সাগরে তাণ্ডব চালিয়েছিল।