ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক প্রধান হওয়ার পর থেকেই ক্রিকেটকে নতুন করে সাজিয়ে তোলার ব্রতে অবতীর্ণ হয়েছেন সৌরভ গাঙ্গুলি। এবার আগামী আইপিএলে নিয়ম-কানুনেও কিছু পরিবর্তনের পথে হাঁটতে পারে বোর্ড। সূত্রের খবর, ২০২০ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন নিয়ম অন্তর্ভুক্ত হতে চলেছে। এবার প্রতি ম্যাচে থাকতে পারে ‘পাওয়ার প্লেয়ার’। মঙ্গলবার মুম্বইয়ে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক বসবে। সেখানেই আইপিএলের এই নতুন নিয়মে সিলমোহর পড়বে।
নতুন নিয়ম অনুযায়ী, আগে প্রতি ম্যাচের আগে দু’দল ১২ জন ক্রিকেটারের নাম ঘোষণা করত। ১১ জন মাঠে থাকতেন। এবার নতুন নিয়মে দুটি দল তালিকায় মোট ১৫ জন ক্রিকেটারকে রাখতে পারবেন। ১১ জনের পরে বাকি চারজনের থেকে দু’জন ক্রিকেটারকে সেই দলের অধিনায়ক প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। ক্রিকেট মহলে আলোচনা চলছে, নতুন নিয়ম চালু হলে ব্যাটিং ও বোলিং বিভাগে যে কোনও দল সুবিধা পাবে।
এই নিয়মের ফলে কোনও দলের কাছে ‘বিকল্পে’র রাস্তা খুলে যাচ্ছে। উল্লেখ্য, কোনো দলে কোনও ভালো হিটার প্রথম একাদশে নেই। তবে তাঁকে ১৫ জনের স্কোয়াডে রাখা হয়েছে। ম্যাচের সময় সেই দলের যদি কম বলে বেশি রান করে জিততে হয়, তাহলে সেই হিটারকে ডাগ আউট থেকে তুলে নিয়ে পাওয়ার হিটিংয়ে ব্যবহার করতে পারেন সেই দলের অধিনায়ক। একই নিয়ম প্রয়োগ করা যাবে বোলিংয়ের ক্ষেত্রেও।