বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে নেই তিনি। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটাচ্ছেন ভুটানে। আর সেখানে নিজের জন্মদিন পালন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। আজ ৩১ শে পা দিলেন অধিনায়ক বিরাট। কোহলির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় জুড়ে চলছে শুভেচ্ছার ঝড়। ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বিরাটকে শুভেচ্ছা জানিয়েছে ক্রীড়ামহল থেকে শুরু করে তাঁর অনুরাগীরাও।
আজ তাঁর ৩১ বছর পূর্ণ হল। আর জন্মদিনে নিজের কৈশোরকে উদ্দেশ্য করে লিখলেন চিঠি। এ দিন টুইটারে সেই চিঠি পোস্ট করেন তিনি। সেখানে তিনি নিজের জীবন থেকে পাওয়া শিক্ষা কিশোর বয়সকে জানিয়েছেন। আসলে, এই চিঠি অধিনায়কের ওপর একটি কাল্পনিক অ্যানিমেশন চরিত্র। যা মুক্তি পাবে প্রায় ৭০টি দেশে। চরিত্রটির নাম দেওয়া হয়েছে সুপার ভি। ১৫ বছরের এক কিশোর নিজের সুপারপাওয়ার প্রয়োগ করে কেমন করে পৃথিবীকে রক্ষা করবেন। এটিই হল এই ছবির গল্প।