সামনেই বিধানসভা উপনির্বাচন। তার আগে ফের একবার রাজ্যের মানুষের মন বুঝতে তৎপর তৃণমূল। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ ওই সংসদ উপনির্বাচনের আগে আগামী ৭ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রচারমূলক কর্মসূচি ‘’দিদিকে বলো’-র অগ্রগতি পর্যালোচনা করবেন। পাশাপাশি দলীয় সংগঠনের নানা কাজ বিষয়েও খোঁজখবর নেবেন তিনি।
৭ নভেম্বরের ওই বৈঠকে দলের সমস্ত বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতি-সহ তৃণমূল নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ‘দীপাবলির পরে সবাই একসঙ্গে হয়ে আলাপ আলোচনা করবেন, আমাদের দলনেত্রী ওই বৈঠকে ‘দিদিকে বলো’-এর প্রচারের অগ্রগতি সম্পর্কে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং গত তিন মাসে এই কর্মসূচির ফলে যে প্রতিক্রিয়া মিলেছে তা নিয়েও আলোচনা করবেন’, বলেন তৃণমূলের এক প্রবীণ নেতা।
জানা গেছে তৃণমূলের নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর, যিনি মূলত ‘দিদিকে বলো’-এর পরিকল্পনাটি তৈরি করেছিলেন, তিনিও সম্ভবত ওই বৈঠকে উপস্থিত থাকবেন। তৃণমূল সূত্র মারফৎ খবর, ‘দিদিকে বলো’-র পরিকল্পনা বাস্তবায়নে যে সব দলীয় কর্মীরা ভাল পারফরম্যান্স দিয়েছেন, আগামী বছর পুর-নির্বাচনে তৃণমূল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের নাম বিবেচনা করা হতে পারে। এমনও মনে করা হচ্ছে যে যাঁরা তৃণমূল নেত্রীকে নিজেদের পারফরম্যান্স দিয়ে প্রভাবিত করেছেন কেবল তাঁদেরই কলকাতা পুর কর্পোরেশন এবং ১০৭ টি পুরসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার টিকিট দেওয়া হবে।