কাশ্মীরের পর এবার ছত্তিসগড়ে। ফের ভিনরাজ্যে কাজে গিয়ে খুন হলেন মুর্শিদাবাদের শ্রমিক। ছত্তিসগড়ের কানকের থানা এলাকায় বানিরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সম্মতিনগরে।
মঙ্গলবার ঘটনার খবর পৌঁছলে বানিরুলের বাড়িতে কান্নার রোল ওঠে। আত্মীয়দের দাবি, বকেয়া মজুরি মেটানোর দাবি তোলাতেও খুন হয়ে থাকতে পারেন বানিরুল।
দীর্ঘদিন ধরে কর্মসূত্রে ছত্তিসগড়ে প্রবাসী বানিরুল। ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন তিনি। সেখানে কিছুটা জমিও কিনেছিলেন তিনি। সেই জমি বিক্রি নিয়ে বিবাদের জেরে খুন বলে মনে করছেন পরিজনরা।