বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের ৩১তম জন্মদিন উপলক্ষ্যে আবেগ চোখে পড়ার মতো। বিশ্বের বিভিন্ন প্রান্ত ও ক্ষেত্র থেকে ভেসে আসছে শুভেচ্ছা বার্তা। জন্মদিনে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ভুটানে রয়েছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। বিশ্বের এক নম্বর দলের অধিনায়কত্ব, অভিজাত ব্যাটিং, পরের পর রেকর্ড – এক কথায় সাফল্যের চূড়ায় বসে রয়েছেন বিরাট। সব ফরম্যাটের ক্রিকেটে নিজের পারফরম্যান্স তুলে ধরেছেন। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বিরাটকে শুভেচ্ছা জানিয়েছে ক্রীড়ামহল।
এই মুহূর্তে না খেললেও বিরাট কোহালির জন্মদিন নিয়ে আবেগে ভাসছেন ক্রিকেটপ্রেমীরা। শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, শুভেচ্ছা জানানোর তালিকায় রয়েছেন নিখাদ বিরাটপ্রেমীরাও। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলাররা যেমন জন্মদিনে শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের যে তারকারা ভিডিয়ো বার্তায় বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁরা হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি রায়ান গিগস, লিভারপুলের তারকা সাদিও মানে, ম্যাঞ্চেস্টার সিটির বার্নার্দো সিলভা, চেলসির তারকা মার্কোস আলোনসো। ফুটবলজগতের তারকাদের এ ভাবে বিরাট-শুভেচ্ছা অভিনব। কোহালি যেন জন্মদিনে ক্রিকেট ও ফুটবলকে মিলিয়ে দিলেন হঠাৎই।