গতমাসেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, ২০২১ সালে বাংলায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়বে গেরুয়া শিবির। মঙ্গলবার নেতাজি ইন্ডোর থেকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করলেন, ২০২১ সালে বাংলায় তাঁদেরই সরকার হবে।
https://www.facebook.com/ekhonkhobor18/videos/444029589585136/
এদিন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে সভা ডেকেছিল শিক্ষা দফতর। সেখানেই মূল বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে মমতার গলায় শোনা গেল, একুশের ভোটের স্লোগান। বললেন, ‘কেউ যদি মনে করে আমাদের সরকার হবে সাফ, মানুষ মনে করে তোমাদের কথা বলাটাই পাপ’।
বাংলার বিজেপি নেতারা প্রায়ই বলছেন, লোকসভায় তৃণমূলকে অর্ধেক আসনে নামিয়ে আনা গিয়েছে। একুশের বিধানসভায় পুরোটা সাফ হয়ে যাবে। সেই সূত্র ধরেই মমতা এদিন বিজেপির নাম না করে তোপ দেগে বলেন, ‘আগামী দিনে ফের মা মাটি মানুষের সরকার হবে। এই সরকার থাকবে, গর্বের সঙ্গে কাজ করবে। দাঙ্গা করে নয়, বিভেদ করে নয়, মানুষের সঙ্গে থেকে কাজ করবে’।
ব্যাঙ্ক সংযুক্তিকরণ, মেরুকরণের রাজনীতি-সহ একাধিক ইস্যুতে এদিনের সভায় মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কলেজ শিক্ষকদের বেতন কাঠামো নিয়েও এদিন বড় ঘোষণা করেছেন মমতা। জানিয়েছেন, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ইউজিসির সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন শিক্ষকরা।