দিনকয়েক আগেই ৩ কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কমিশন। আর তার পর পরই কোমড় বেঁধে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। আজ, সোমবার যেমন খড়গপুর বিধানসভার উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। প্রতিদ্বন্দ্বীদের চমক দিতে খড়গপুর শহরে বিশাল জমায়েত ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা করেন তিনি।
প্রসঙ্গত, এদিন সাড়ে ১২টার দিকে খড়গপুর শহরে রাম মন্দিরে পুজো দিয়ে মিছিল করে মহকুমাশাসকের অফিসে গিয়ে মনোনয়ন জমা দিতে যান তৃণমূলপ্রার্থী প্রদীপ সরকার। তৃণমূলের এই মিছিলে শামিল হন রাজ্যের মন্ত্রী ও জেলার নেতা-বিধায়কেরা। কর্মী-সমর্থকদের ভিড়ও ছিল নজরকাড়া। মিছিলে আগত নেতারা সকলেই একযোগে বলছেন, আমাদের সংগঠনের যা ঘাটতি ছিল, গত চারমাসে তা মিটে গেছে। এবার ফলাফলের দিন দেখা হবে, সিপিএম-কংগ্রেস-বিজেপির জামানত জব্দ হবে।