বায়ুদূষণে নাজেহাল অবস্থা রাজধানীর। সোমবারও ধোঁয়ায় ঢেকে রয়েছে চারপাশ। দৃশ্যমানতার অভাবে বাতিল করতে হয়েছে বেশ কয়েকটি উড়ান। স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি থাকায় বন্ধ রয়েছে স্কুল-কলেজ। এ দিকে, সোমবার থেকে ফের দিল্লীতে শুরু হয়েছে জোড়-বিজোড় যান চলাচল। কারপুলে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দফতরে গিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ থেকেই রাজধানীতে শুরু হয়েছে জোড়-বিজোড়। ট্র্যাফিক পুলিশের ২০০টি দলকে রাস্তায় নামানো হয়েছে। মানুষকে উত্সাহিত করতে মন্ত্রী সত্যেন্দ্র জৈন ও গোপাল রাইকে নিয়ে কারপুলে দফতরে যান দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমন উদ্যোগের মাধ্যমে তাঁরা ডেঙ্গির মতোই দূষণকেও পরাজিত করবেন বলে দাবি করেছেন আপ নেতারা।
কেন্দ্রকে একহাত নিয়ে এ দিন কেজরি ফের বলেছেন, জোড়-বিজোড় ব্যবস্থায় সমর্থন দেওয়া উচিত বিজেপির। তিনি বলেন, ‘উত্তর ভারতে দিল্লী একা দূষণের বিরুদ্ধে লড়তে পারবে না। প্রতিবেশী রাজ্যগুলিকেও এই লড়াইয়ে শামিল হতে হবে। আমরা ডেঙ্গির মতোই দূষণকেও পরাজিত করব। এই অবস্থায় ক্যাব ও অটোচালকরা বেশি চার্জ নিলে শাস্তি দেওয়া হবে।’ এ দিন সাইকেলে চেপে অফিস যান উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি জানান, ‘আমার গাড়ির নম্বর বিজোড়। তাই আজ সাইকেলে চড়ে অফিস যাচ্ছি।’