অতীতেও করেছেন। যা ভাইরালও হয়েছে। ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এবার তাঁর দাবি, দেশি ও বিদেশি গোরু নিয়ে। সোমবার বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ এবং গাভি কল্যাণ সমিতি’র অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষের দাবি, ‘বিদেশি গোরু হাম্বা হাম্বা ডাকে না। তারা গো-মাতাও নয়।’
এখানেই শেষ নয়। দেশী গরুর দুধে সোনা থাকে, তাই তার দুধ হলুদ রঙের হয়। এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বর্ধমানে গাভি কল্যাণ সমিতির অনুষ্ঠানে এসে দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের দেশী গাভির পিঠের কুঁজে স্বর্ণনালী থাকে। সূর্যের আলো পরলে সেখান থেকে সোনা তৈরি হয়।’ পাশাপাশি তাঁর দাবি, ‘বিদেশি গরু গো-মাতা নয়’।
এখানেই শেষ নয়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিদেশি গরুর সঙ্গে বিদেশি স্ত্রীরও তুলনা করে বসেন। তিনি বলেন, ‘বিদেশি গরুর মতো অনেকে বিদেশি বউও পছন্দ করে। অনেক নেতা ফর্সা ফর্সা বিদেশি বউও নিয়ে এসেছে। তার পর থেকে গন্ডগোল শুরু হয়েছে। আসলে আমাদের দেবতারা বিদেশি জিনিস পছন্দ করেন না। সে বউ হোক কিংবা গরু’। এবার গরুর সঙ্গে মহিলাদের প্রসঙ্গ টেনে ফের একবার বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ।