মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বেশ কিছু জায়গায় পর্যটন শিল্প গড়ে তোলার জন্য সেই জায়গা গুলোকে পর্যটকদের থাকবার উপযোগী করে তোলায় জোর দেওয়া হচ্ছে। তেমনই “দ্বারিয়াপুর ডোকরাপাড়ার” উদ্বোধন করতে এসে অনুব্রত মন্ডল এনআরসি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, এখানে এনআরসি নিয়ে মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোদীসরকারের জুলুমবাজী বাংলার মাটিতে চলবে না।
এবার শীতে পর্যটক টানতে আউশ গ্রামের প্রাচীন ডোকরা শিল্পকলার আঁতুড়ঘর দ্বারিয়াপুরকে সাজিয়ে তোলা হচ্ছে। এজন্য প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। শুক্রবার এই সুসজ্জিত “দ্বারিয়াপুর ডোকরাপাড়ার” উদ্বোধন করেন অনুব্রত মন্ডল। তার সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসিত মাল, বিধায়ক অভেদানন্দ থান্দার ও বিডিও চিত্তজিৎ বসু প্রমূখ।
উদ্বোধনে এসে অনুব্রত মন্ডল বলেন, “ডোকরা শিল্পীরা মাঠে ঘাটে যেখানে থাকুন না কেন মোদীর এনআরসি নিয়ে ভীত হবার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রয়েছেন ততদিন আপনাদের কেউ উৎখাত করতে পারবে না। আপনাদের অসুবিধা হলে সরাসরি বিডিও সাহেবকে জানাবেন, বা স্থানীয় বিধায়ককে জানাবেন। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন”।