যে সারা বিশ্বে সেরা ক্রিকেটারদের তালিকায় অন্যতম, তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অচেনা। তাঁকেই মুখ্যমন্ত্রী, ক্রিকেটার থেকে ফুটবলার বানিয়ে দিলেন। শুনলে অবাক লাগলেও মহেন্দ্র সিং ধোনিকে ফুটবলার হিসেবে আখ্যা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একটি জনসভায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বেশ জোর গলাতেই বলছেন যে ধোনি একজন ফুটবলার। সেই বক্তৃতার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়।
যেখানে বেশ স্পষ্টভাষাতেই রঘুবর দাসকে বলতে শোনা যাচ্ছে, ফুটবল খেলে গোটা বিশ্বে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছেন ধোনি। রাজ্যের ছেলেকে নিয়ে তিনি অত্যন্ত গর্বিত। ভিডিওতে মুখ্যমন্ত্রী বলছেন, “ফুটবলে যেভাবে ধোনি গোটা বিশ্বে ঝাড়খণ্ডের নাম উজ্জ্বল করেছে, আমার স্বপ্ন, আমাদের রাজ্যের বাকি বাচ্চারাও একইভাবে গোটা দুনিয়ায় ফুটবল খেলে খ্যাতি পাবে।” ভিডিওটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা। মুখ্যমন্ত্রীকে অশিক্ষিত বলে কটাক্ষ করেন অনেকেই। প্রশ্ন ওঠে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে এমন মূর্খের মতো মন্তব্য করেন তিনি? জনসভায় ভাষণ দেওয়ার আগে অনেকে তাঁকে হোমওয়ার্ক করার পরামর্শও দিয়েছেন। ধোনিকে এমন বলায় মুখ্যমন্ত্রীর ওপর ক্ষুদ্ধ তাঁর ভক্তরা।