বদরপুর রেলস্টেশন আগাগোড়াই বেশ জমজমাট৷ এই রেলের সূত্রেই বিহার, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু থেকে বহু মানুষ এই বদরপুরেই বংশ পরম্পরায় বাস করছেন। এনারা প্রতিবছরই একসঙ্গে ছটপুজোয় মেতে ওঠেন৷ কিন্তু এবার নরেন্দ্র মোদীর সৌজন্যে ছটপুজোয়ও বিষাদের সুর। এই বদরপুর রেল কলোনীতেই একটি সংস্থা এনআরসি নিয়ে কাজ করছেন। তাতেই এই উৎসবের মরশুমে কপালে ভাজ পড়েছে বংশ পরম্পরায় থাকা এখানকার বাসিন্দাদের৷
বদরপুরের বাসিন্দা বছর ৫৪ এর ভালু বাসফর বলেন, “ভেবেছিলাম বিজেপি এলে ভালোই হবে। কিন্তু মোদী আমাদের সর্বনাশ করে ছাড়ছে”। কারণ এনআরসি তার পরিবারে সমস্যা ডেকে এনেছে। কারণ সব কাগজপত্র থাকা সত্বেও এনআরসি তালিকায় নাম নেই তার দুই মেয়ে, এক ছেলের, বাদ পড়েছে তার স্ত্রীয়ের নাম। এক ভাইয়ের নাম ও নেই এই তালিকায়। তাই মাথায় হাত পড়েছে ভালুর৷
বদরপুর রেল কলোনী ও হরিজন কলোনীতে তিনশোর বেশি বাসফোর পরিবার রয়েছে। বাংলাদেশি হওয়ায় প্রশ্নই নেই তাদের। তবুও নাম নেই তালিকায়। তাই বদরপুরবাসী ভয়ে আছেন। সেই ভয়ই উৎসবের সব আমেজ কেড়ে নিয়েছে।