অস্ট্রেলিয়া টিমের অন্যতম ভরসার নাম গ্রেন ম্যাক্সওয়েল। যেদিন তাঁর ব্যাট কথা বলে সেদিন বিপক্ষ বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেন তিনি। তাঁর বিধ্বংসী ব্যাট উপভোগ করেন দর্শকরা। সেই কিংবদন্তি বর্তমানে মানসিক সমস্যার শিকার। আর তার জন্যই অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নিলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। বৃহস্পতিবার এই খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এক বিবৃতিতে দলের মনোবিদ মাইকেল লয়েড বলেছেন, “মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার মুখোমুখি হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। এই কারণেই ও কিছু সময় কাটাতে চাইছে ক্রিকেট থেকে দূরে। সেই সমস্যাগুলো চিহ্নিত করার ব্যাপারে ও নিজেই সক্রিয়। সাপোর্ট স্টাফদের সঙ্গে এটা নিয়ে ও খাটছেও।”
পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্য কার্যনির্বাহী জেনারেল ম্যানেজার বেন অলিভার গোটা ঘটনা নিয়ে বলেছেন, “আমাদের ক্রিকেটার ও স্টাফদের ভাল থাকা সবার আগে। গ্লেনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। গ্লেনের ভাল থাকা নিশ্চিত করতে ক্রিকেট ভিক্টোরিয়ার সাপোর্ট স্টাফদের সঙ্গেই কাজ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্লেন ও গ্লেনের পরিবার এবং বন্ধুদের একা থাকতে দেওয়া হোক, বিরক্ত যেন না করা হয়, এটাই সবার কাছে আমাদের আবেদন। ও হল স্পেশাল ক্রিকেটার। আর অস্ট্রেলিয়ার ক্রিকেট পরিবারের ও হল গুরুত্বপূর্ণ সদস্য। গ্রীষ্মে ফের ম্যাক্সওয়েলকে জাতীয় দলে দেখার আশা করছি আমরা।”