রবীন্দ্র সরোবরে ছট পুজোর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে পরিবেশ নষ্টের কারণ দেখিয়ে। পরিবেশ আদালতের এই রায় নিয়ে কেন্দ্রীয় সরকারকে সমালোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, কোর্টের নির্দেশ তিনি মানেন, কিন্তু সরোবরে ১০ লক্ষ লোক চলে এলে তিনি গুলি চালাতে পারবেন না!
গঙ্গায় দুর্গা ঠাকুর বিসর্জন দেওয়া যাবে না, সরোবরে ছট পুজোর কাজ করা যাবে না বলে ফতোয়া জারি করেছে কেন্দ্রের মোদী সরকার। সেসব নিয়ে বিজেপি সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ রাজ্যে থেকে খুব সহজেই এইসব বিষয় বিধিনিষেধ চাপানো যায়। গঙ্গায় ভাসান হবে না, ছট পুজোর কাজ হবে না। কিন্তু পাটনার গঙ্গায় নিষেধাজ্ঞা জারি করতে পারা সম্ভব হবে কি’? প্রশ্ন মমতার। এই প্রেক্ষিতে তিনি বলেন, ‘ইতিমধ্যেই ৫০০ ঘাট তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে বিসর্জন হয়, সঙ্গে সঙ্গে পরিস্কারও করে দেওয়া হয়। কিন্তু বেনারসে এতটা পরিস্কার থাকে কি’? প্রশ্ন তুলে মোদী সরকারকে একহাত নেন তিনি।
ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘ছট পুজোয় পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা মানতে পারি, তবে পুজোর দিন যদি সরোবরে ১০ লক্ষ লোক চলে আসে, তাদের কি গুলি করে মারা হবে? বিজেপি ঠিক এটাই চায়, তবে এটা কোনওভাবেই সম্ভব নয়। এত লোক চলে আসলে তাদের গুলি করতে পারব না, সেরকম হলে বিজেপি গ্রেফতার করুক তাঁকে’। স্পষ্ট বক্তব্য মমতার।