নাম ও ঠিকানা বদলের পর অবশেষে জয় পেল উড়িষ্যা। আইএসএলে মুম্বইকে তাদের ঘরের মাঠে গিয়ে ৪-২ গোলে হারাল উড়িষ্যা। শুরু থেকেই ঝড় বইয়ে দিয়েছিল জোসেপ গোম্বেউ-এর টিম। ৬ মিনিটের মাথায় মিড ফিল্ডার সিসকো এর্নান্দেসের গোল থেকে ১-০ করেছিল উড়িষ্যা। ২১ মিনিটে ২-০ আরিদান সান্তানার। বিরতির ঠিক আগেই ৩-০ করে ফেলেছিল উড়িষ্যা, জেরি মাওমিংথাঙ্গার গোল থেকে। আক্রমণাত্মক ফুটবল, ক্রমাগত বিপক্ষের বক্সে ঢুকে পড়ার জন্য মুম্বইয়ের ডিফেন্স কাঁপছিল। বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল মুম্বই। মহম্মদ লার্বির ৫১ মিনিটে গোল করে ব্যবধান কমিয়েছিলেন। কিন্তু তাতেও ওডিশাকে বিপদে ফেলা যায়নি। উল্টে সান্তানা ৭৩ মিনিটে ৪-১ করার পর মোটামুটি ম্যাচের ফলাফল কী হতে চলেছে, তা পরিষ্কার হয়ে যায়। ৯০ মিনিটে পাওলো মাচাদোর বদলি বিপিন সিং ২-৪ করেছিলেন।
উড়িষ্যার স্পেনীয় কোচ জোসেপ গোম্বাউ এ দিন ৪-২-৩-১ ছকে দল সাজালেও ম্যাচের শুরু থেকেই ওড়িশা আক্রমণের ঝড় তোলে। সিসকো হার্নান্দেস, আরিদানে সান্তানা, বিনীত রাইদের গতির সামনে বারবার ভেঙে পড়ে মুম্বইয়ের রক্ষণ। ফলশ্রুতি, ম্যাচের ছ’মিনিটেই সিসকো গোল করে এগিয়ে দেন ওড়িশাকে। ২১ মিনিটে ফের ধাক্কা মুম্বই শিবিরে। এ বার ওড়িশার হয়ে গোল করেন স্পেনের দেপোর্তিভো লা করুনার যুব দল থেকে উঠে আসা ৩২ বয়সি স্ট্রাইকার সান্তানা। ৪১ মিনিটে ওড়িশার হয়ে তৃতীয় গোল করেন জেরি মমিংথাঙ্গা।
ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে মুম্বই। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান মহম্মদ লারবি। কিন্তু ৭৩ মিনিটে ফের উড়িশ্যার হয়ে গোল করেন সান্তানা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বিপিন সিংহ গোল করলেও মুম্বইয়ের হার বাঁচাতে পারেননি। বলিউড তারকা রণবীর কপূরের দলের বিরুদ্ধে দুরন্ত জয়ের পরে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছ’নম্বরে উঠে এল উড়িষ্যা। সমসংখ্যক ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পাঁচে মুম্বই।