শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়ার টি২০ সিরিজের রাশ চলে গেল ব্যাগি গ্রিনদের দখলে। এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। রবিবার অ্যাডিলেডে প্রথম ম্যাচে ১৩৪ রানে জিতেছিল অজিরা। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় এল ৯ উইকেটে।
ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সফরকারী শ্রীলঙ্কা দল। কিন্তু নির্ধারিত ২০ ওভারই খেলতে পারেনি তারা। ১৯ ওভারে ১১৭ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। সর্বাধিক ২৭ করেন কুসল পেরেরা। এছাড়া ওপেনার গুণতিলকে করেন ২১ রান। অস্ট্রেলিয়ার হয়ে দু’টি করে উইকেট নেন বিলি স্ট্যানলেক, প্যাট কামিন্স, অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জাম্পা।
জবাবে ১৩ ওভারেই ১ উইকেটে ১১৮ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিনচ কোনও রান না করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১১৭ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ওয়ার্নার অপরাজিত থাকেন ৬০ রানে। স্মিথ অপরাজিত থাকেন ৫৩ রানে। সিরিজের নিয়মরক্ষার শেষ ম্যাচটি হবে শুক্রবার মেলবোর্নে।