যোগীরাজ্যের গণ্যমান্য ব্যক্তিত্বদের বাকি বিদ্যুতের বিল৷ কয়েক হাজার বা লক্ষ নয়, সব মিলিয়ে বকেয়া প্রায় ১৩ হাজার কোটি টাকা। আর এক গণ্যমান্য ব্যক্তিদের তালিকায় রয়েছেন, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সরকারি অফিসার। আর সেকারণেই মাথায় হাত যোগী আদিত্যনাথ প্রশাসনের।
এবার থেকে উত্তরপ্রদেশের সমস্ত সরকারি অফিসার এবং রাজনীতিকদের বাড়িতে প্রিপেড মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের জ্বালানী মন্ত্রী শ্রীকান্ত শর্মা। এছাড়াও বকেয়া ১৩ হাজার কোটি টাকা আদায় করতে কিস্তির ব্যাপারটি চালু করা হয়েছে। যাতে বকেয়া টাকা উপভোক্তারা কিস্তিতে শোধ করতে পারেন।
শ্রীকান্ত শর্মা জানান, “রাজ্যের নেতা এবং সরকারি আধিকারিকরা কেউই ঠিক মতো বিদ্যুতের বিল দেন না। আর তাই এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি অফিসার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, যাঁরা সরকারি বাংলো বা বাড়িতে থাকেন, সেখানে প্রিপেড মিটার বসানো হবে। এর জন্য এক লক্ষ প্রিপেড মিটার অর্ডারও দেওয়া হয়েছে”।