আইএনএক্স মিডিয়া মামলায় বিদেশি বিনিয়োগে অসঙ্গতির অভিযোগে চলতি বছরের২১ অগস্ট চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। কিন্তু ফের ইডি তাঁর বিরুদ্ধে মামলা সাজিয়ে নিজেদের হেফাজতে নেয়। সেই থেকে ইডির হেফাজতেই ছিলেন প্রাক্তন মন্ত্রী। এ দিন জামিনের আর্জি খারিজ এবং ইডির হেফাজতের মেয়াদ বৃদ্ধির আর্জি খারিজ হওয়ায় ফের চিদম্বরমের ঠিকানা হতে চলেছে তিহার জেল।
দিল্লী হাইকোর্ট বৃহস্পতিবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অর্থাৎ এআইএমএসকে একটি মেডিকেল বোর্ড গঠন করে আইএনএক্স মিডিয়া মামলায় জেলবন্দি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের স্বাস্থ্যপরীক্ষা করতে বলেছে। শুক্রবার বিকেলের মধ্যে ওই বোর্ডকে স্বাস্থ্য সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে হবে বলে আদালত জানিয়েছে।
চিদম্বরমের জামিনের আর্জি জানান আইনজীবী কপিল সিব্বল। শুনানি হয় দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন পটেল এবং বিচারপতি হরি শঙ্করের ডিভিশন বেঞ্চে। কপিলের যুক্তি ছিল, ক্রমাগত চিকিৎসার পরেও পেটে ব্যথা কমছে না। তাঁর ওজন কমে যাচ্ছে। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, অবিলম্বে তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার প্রয়োজন। কিন্তু দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ তাঁকে জামিন দেয়নি।
নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)র আর্জিও আদালত খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। তাঁকে ফের ১৩ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লী হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে জেলে তাঁর জন্য আলাদা সেল, কমোডের ব্যবস্থা, ওষুধ এবং বাড়ির খাবারের বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে আদালত।