যোগীরাজ্যে দিন দিন বাড়ছে দূষণের মাত্রা। বর্ষার পর বুধবারই সবচেয়ে দূষিত দিন ছিল উত্তরপ্রদেশে। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দেশের সর্বাধিক দূষিত ১০ শহরের মধ্যে আটটিই ছিল উত্তরপ্রদেশের। তালিকায় শীর্ষে ছিল গাজিয়াবাদ।
একিউআই অনুযায়ী, দেশে মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে হরিয়ানার পানিপত এবং বল্লভগড়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজিয়াবাদে একিউআই বুধবার ছিল ৪৭৮। দেশের শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় গাজিয়াবাদ ছাড়াও চারে ছিল বাঘপত (৪৬১), পাঁচে নয়ডা (৪৫০), ছয়ে গ্রেটার নয়ডা (৪৩৮) ও সাতে রয়েছে হাপুর (৪৩৫)। আট নম্বরে যুগ্মভাবে রয়েছে মেরঠ (৪৩০) ও বুলন্দশহর (৪৩০) এবং নয়ে আছে মুজফফরনগরের (৪২৮) নাম। ১০ নম্বরে রয়েছে দিল্লী।
বাজি পোড়ানো ছাড়াও উত্সবের মরশুমে গাড়ির চলাচল বেড়ে যাওয়াতেই দূষণের মাত্রা বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে তাপমাত্রা কমায় বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় দূষণের মাত্রা আগামী দিনে আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দিল্লী, উত্তরপ্রদেশ ও হরিয়ানার দূষণের মাত্রা বাড়তে শুরু করেছিল। দীপাবলির তা আরও অনেক বেড়ে যায়।