দিন বদলাচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার। তিন জেলায় পরীক্ষার দিন বদল করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর ৩ জেলায় বিধানসভা উপনির্বাচন রয়েছে। আর সেই কারণেই সেই তিন জেলায় মাধ্যমিকের টেস্ট পরীক্ষার দিন বদল করা হয়েছে। এদিন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
পর্ষদ সূত্রে খবর, ২০-৩০ নভেম্বরের মধ্যে গোটা রাজ্যে টেস্ট পরীক্ষা হবে। কিন্তু নির্বাচন কমিশন ২৫ নভেম্বর রাজ্যের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে৷ তার ফলেই ৩ জেলায় টেস্টের দিন বদল করতে বাধ্য হল মধ্যশিক্ষা পর্ষদ।
এদিন মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, আগামী ২২ নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করতে হবে৷ তিনটি জেলার তিনটি বিধানসভার উপনির্বাচন হলেও, কোনোরকম দুর্ঘটনা এড়াতে ওই জেলাগুলোর সব বিধানসভা এলাকার পরীক্ষাসূচি পরিবর্তন করা হয়েছে৷