সিনেমা হলে জাতীয় সঙ্গীত চলার সময় উঠে না-দাঁড়ানোয় হেনস্থার শিকার এক দল বেঙ্গালুরুবাসীকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ২৩ অক্টোবর ওরিয়ন মলের পিভিআর থিয়েটারে তামিল মুভি ‘অসুরণ’ চলার সময় এই ঘটনা ঘটে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জাতীয় সঙ্গীতের সময় যাঁরা দাঁড়াননি, তাঁদের পাকিস্তানি সন্ত্রাসবাদী বলে কটাক্ষ করেছেন অন্যান্যরা। বারবার প্রশ্নের মুখে ফেলা হয়েছে। এমনকী যাঁরা উঠে দাঁড়াননি, তাঁদের প্রেক্ষাগৃহ থেকে বের করে দেওয়া হয়।
জাতীয় সঙ্গীতের সময় উঠে না- দাঁড়ানোয় যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন কন্নড় রিয়্যালিটি শোয়ের অভিনেতা বিভি ঈশ্বর্য ও অরুণ গৌড়াও। তাঁরা বারবার প্রশ্ন তোলেন, ‘আপনি কি পাকিস্তানি?’ বলা হয়, ‘আপনারা যদি না-দাঁড়ান, তাহলে সিনেমা হল থেকে বেরিয়ে যান।’ স্লোগান ওঠে ‘ভারত মাতা কি জয়’।
তবে এই প্রশ্নে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলেছেন, “যথার্থ সমবেত স্থানে জাতীয় সঙ্গীত চলা প্রয়োজন। সিনেমা হলে নয়। কিছু বিশেষ মুভির ক্ষেত্রে চলতে পারে। তবে আমি সবসময়ই জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াতে রাজি”।
মঙ্গলবার #NationalAnthem দেওয়া সেই ভিডিয়ো সারাদিন ট্রেন্ডিং ছিল ট্যুইটারে। এই নিয়ে ৫৮ হাজার ট্যুইটে দ্বিধাবিভক্ত ছিল নেটিজেন। ছবি দেখানোর আগে সিনেমা হলে আদৌ জাতীয় সঙ্গীত বাজানো উচিত কি না, তা নিয়েও উঠে এসেছে নানা প্রশ্ন।