এখনও চলছে উৎসবের মরশুম। আর উৎসব মানেই ছুটি। এই ছুটির জেরে নভেম্বর এবং ডিসেম্বরে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এত দিন ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকেরা।
দেশের চারটি মেট্রো শহরে (দিল্লি, মুম্বই, কলকাতা আর চেন্নাই) নভেম্বর, ডিসেম্বরে যে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, আরবিআই তার একটি তালিকা প্রকাশ করেছে। এক নজরে দেখে নেওয়া যাক পরের দু’মাসে কোন কোন দিন বন্ধ থাকবে দেশের চারটি মেট্রো শহরের ব্যাঙ্কগুলি।
নভেম্ভরের ৩, ৯, ১০, ১২(রাস পূর্ণিমা এবং গুরু জয়ন্তী), ১৭ , ২৩, ২৪ এবং ডিসেম্বরের ১, ৮, ১৪, ১৫, ২২, ২৫, ২৯ এই তারিখ গুলিতে কলকাতা, দিল্লী, মুম্বই এবং চেন্নাইয়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।