দেশের ক্রিকেটের প্রশাসনিক প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন চলতি মাসের ২৩ তারিখ। ক্রিকেট জীবনের মতো মাঠের বাইরেতেও সমান দক্ষতার পরিচয় দিতে শুরু করেছেন তিনি। যেমন কথা দিয়েছিলেন তেমনি কাজ করতে পেরে খুশি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটের মসনদে বসেই মহারাজ বলেছিলেন, বিরাট কোহলিরা যাতে দিন-রাতের টেস্ট খেলতে রাজি হন, সেই চেষ্টা করবেন। সৌরভের প্রচেষ্টাতেই বরফ গলল। আগেই তিনি কোহলির মত জোগাড় করে নিয়েছিলেন। তার পরেই ভারতের বিরুদ্ধে ইডেনে দ্বিতীয় টেস্ট ম্যাচটি দিন-রাতে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে প্রস্তাব পাঠিয়েছিলেন মহারাজ। মঙ্গলবার সবুজ-সংকেত দেওয়ায় খুশির হাওয়া ভারতীয় ক্রিকেট মহলে। আগামী ২২-২৬ নভেম্বর ইডেনে প্রথমবার ভারত-বাংলাদেশ গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচটি প্রশাসক সৌরভের মুকুটে আরও একটি পালক যোগ করবে।
এই প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজি করানো ছিল আমার কাজ। সেই কারণেই আমি এই পদে বসেছি। আমি দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের পক্ষে এটা এক ঐতিহাসিক পদক্ষেপ দুই দেশের পক্ষ থেকে। দর্শকরা এখন টেস্ট ম্যাচ দেখতে সেভাবে মাঠে আসেন না। তাঁর ক্রিকেটপ্রেমীদের মাঠমুখী করতে হলে আমাদের নতুন কিছু করতেই হবে। সেক্ষেত্রে আপাতত বিকল্প গোলাপি বলে দিন-রাতের টেস্ট।’ সৌরভ একই সঙ্গে আশ্বাস করেছেন দুই দলের ক্রিকেটারদের। তিনি বলেছেন, ‘নভেম্বরের শেষ দিকে ইডেনে দিন-রাতের টেস্টে শিশির তেমন বড় সমস্যা হবে না। অতীতে এই সময়ে অনেক ওয়ান ডে ম্যাচ ফ্লাড লাইটে হয়েছে। উইকেটও এখন খুব ভালো। দর্শকরা দারুণ একটা অভিজ্ঞতার সাক্ষী থাকবেন।’