কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া বাংলার পাঁচ শ্রমিকের পরিবারপিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে তার কড়া তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে বাংলার মুর্শিদাবাদের বাসিন্দা ৫ শ্রমিককে গুলি করে হত্যা করে সন্ত্রাসবাদীরা। আইসিসের কায়দায় একসারিতে দাঁড় করিয়ে, ওই ৫ জনকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় মঙ্গলবারই টুইটে প্রতিক্রিয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে লিখেছিলেন, ‘কাশ্মীরে এই নৃশংস খুনে আমি হতবাক।’
বুধবার ফের কাশ্মীরের ঘটনা নিয়ে একাধিক ট্যুইট করলেন মমতা। তিনি লিখেছেন, ‘গতকাল সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনায় কাশ্মীরে ৫ নিরীহ শ্রমিককে নৃশংসভাবে হত্যা করা হয়। এটা পূর্ব পরিকল্পিত ছিল। আমরা সম্পূর্ণ হতবাক। বর্তমানে কাশ্মীরে কোনও রাজনৈতিক কার্যকলাপ হচ্ছে না। গোটা আইনশৃঙ্খলাই কেন্দ্রীয় সরকার দেখছে। যাতে প্রকৃত সত্য সামনে আসে, তাই এই ঘটনার কড়া তদন্তের দাবি জানাচ্ছি। তাঁদের থেকে সবিস্তার তথ্য সংগ্রহের জন্য আমরা এডিজি দক্ষিণবঙ্গ শ্রী সঞ্জয় সিং-কে নিয়োগ করছি।’
মুখ্যমন্ত্রী আরও জানান, ‘মৃতদের আত্মীয়ের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ গিয়েছেন আমাদের সাংসদ ও বিধায়করা। আমাদের সরকার হতদের পরিবারপিছু ৫ লাখ টাকা ও সবরকম সাহায্য দেবে।’