মহারাষ্ট্রের দড়ি টানাটানির মধ্যে ফের বিজেপিকে তোপ দাগল শিব সেনা। এবার কাশ্মীরে ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিদের পাঠানো নিয়ে নতুন করে বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলল সেনা। শিব সেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে প্রশ্ন করা হয়েছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু। তাহলে কাশ্মীরে বিদেশি সাংসদদের কেন আমন্ত্রণ জানানো হল?
খানিকটা বিরোধীদের সুরেই সুর মেলাল শিব সেনাও। তাদের মুখপত্র সামনায় লেখা হয়েছে, ‘কাশ্মীরে ইউরোপের প্রতিনিধিরা পর্যবেক্ষণ করে গিয়েছেন। কাশ্মীর আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়। সেখানে দেশের জাতীয় পতাকা উড়ছে, এতে আমরা গর্বিত। কিন্তু, কাশ্মীরে যদি সবকিছু ঠিকই থাকবে, তাহলে দেশের বাইরে থেকে প্রতিনিধিদল আনার কী দরকার ছিল। আপনারা চান না রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ করুক। অথচ, আপনারাই ইউরোপের প্রতিনিধিদের আনছেন। বিদেশিরা কাশ্মীরে আসছে মানে এটা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ।
এবং এতে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক’। শুধু তাই নয়, বিরোধীদের সুরে, দেশীয় সাংসদদের কাশ্মীর যাওয়ার অনুমতি কেন দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপির জোটসঙ্গী।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের যে সাংসদরা এসেছিলেন তাঁরা জানিয়েছেন, তাঁরা কাশ্মীরে শান্তি চান। তবে বিরোধী রাজনীতিকদের যেতে না দিয়ে নয়। ইউরোপীয় সাসংদ দলের এক প্রতিনিধি নিকোলাস ফাস্ট সাফ বলেন, ‘আমাদের দেশেও বিরোধীরা আছেন৷ কিন্তু আমরা তাঁদের শান্তি ভঙ্গের অযুহাতে দেশের কোথাও যাওয়া আটকাই না৷’ তাই তিনি সাংবাদিকদেকর মাধ্যমে মোদী সরকারের কাছে কাশ্মীরে বিরোধীদের আসার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন৷