দক্ষিণ আফ্রিকার সিরিজে খেলা হয়নি। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তাই দেশের সেরা পেসারকে মাঠে দেখার জন্য আকুতি ক্রিকেটভক্তদের। তাদের মনে একটাই প্রশ্ন। চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন যশপ্রীত বুমরা? সোশ্যাল মিডিয়ায় বুমরা একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, জিমে তিনি ফিটনেস বাড়াতে মনোযোগী। জোরকদমে রি-হ্যাব করছেন বুমরাহ। আশা করা হচ্ছে, ২৫ বছর বয়সী এই পেসার আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে ফিরবেন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর বুমরাহ চোটের জন্য দল থেকে বাদ যান। তারপর ইংল্যান্ডে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আলোচনা করার পর তিনি জানতে পারেন যে, তাঁর পিঠের নীচের দিকে ফ্র্যাকচার হয়েছে। সেই ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারের ফলে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েন বুমরাহ। একটা সময় মনে হয়েছিল তাঁর পিঠে অস্ত্রোপচার হতে পারে। কিন্তু ভারতের বোলিং কোচ ভরত অরুণ বলেন, ‘ছুরি-কাঁচির নীচে জোরে বোলাররা চলে গেলে তাদের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল হয় না। আমার মনে হয় বুমরাহ দ্রুত জাতীয় দলে ফিরে আসবে।’
ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল ফিজিওথেরাপিস্ট ভৈভব দাগা বলেন, ‘সত্যিই এটা ভালো খবর, যশপ্রীত বুমরাহর কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। অস্ত্রোপচারের পর যে কোনও প্লেয়ারের মাঠে ফিরতে অনেক বেশি সময় লাগে। তবে আমরা যেভাবে কনজারভেটিভ চিকিৎসা করছি, তাতে বুমরাহ দ্রুত মাঠে ফিরে আসবেন।’ এই কথাটাই কামনা করছেন গোটা বিশ্ব।