দেশের মানুষের মাথাপিছু আয় প্রকাশ করেছে ন্যাশনাল একাউন্ট স্ট্যাটিস্টিক বা ন্যাস৷ এতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, এবারের রিপোর্টে দেশে মাথাপিছু আয় গত বছরের তুলনায় কিছুটা হলেও বেড়েছে৷ একইসঙ্গে প্রকাশ পেয়েছে, দেশের জনতার গড় আয়ের দ্বিগুণ রোজগার বাংলার কৃষকদের।
ন্যাসের রিপোর্ট বলছে, দেশের মানুষের গড় আয় থেকে রাজ্যের কৃষকদের বছরে আয় দ্বিগুণের বেশি৷ রিপোর্ট অনুযায়ী, দেশের মাথাপিছু আয় বছরে এক লক্ষ ২৬ হাজার টাকা৷ পশ্চিমবঙ্গে কৃষকরা সেখানে বছরে আয় করেন গড়ে দ্বিগুণ৷ প্রায় দু’লক্ষ ৯১ হাজার টাকা৷
ন্যাশনাল একাউন্ট স্ট্যাটিস্টিক বা ন্যাসের রিপোর্ট সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রকাশিত হয়েছে৷
রিপোর্টে বিভিন্ন ফসলের অর্থমূল্য প্রকাশ করা হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, ধান, খাদ্যশস্য, মাছের মতো কিছু ক্ষেত্রে মোট অর্থমূল্য পশ্চিমবঙ্গে কমেছে৷ রিপোর্টে একই সঙ্গে দেশের মাথাপিছু আয় জানানো হয়েছে, দেশের অথবা রাজ্যের মাথাপিছু গড় বার্ষিক আয় এই মুহূর্তে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৪০৬ টাকা। যা আগের বছর ছিল ১ লক্ষ ১৪ হাজার টাকা৷ এই বছর দেশে মানুষের গড় আয় মাসে ৯৫৪ টাকা করে বেড়েছে বলে রিপোর্টে প্রকাশ করা হয়েছে৷ কিন্তু তাতেও দেশের মানুষের গড় আয় রাজ্যের কৃষকদের আয়ের আশেপাশে পৌঁছাতে পারেনি৷