গোষ্ঠী দ্বন্দের জেরে বিজেপি কর্মী খুন আর সেই কারণে বিজেপির বন্ধ যার জেরে উত্তপ্ত আরামাবাগ। বন্ধের নামে সকাল থেকে দাপিয়ে বেড়াল বাইক বাহিনী। ত্রস্ত সাধারণ মানুষ। এলাকায় অশান্তির আবহ সৃষ্টির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার ২ বিজেপি কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকা জুড়ে মোতায়েন পুলিশ।
সূত্রের খবর, বুধবার সকাল থেকেই বনধের মিশ্র প্রভাব পড়েছে আরামবাগ জুড়ে। সকাল থেকেই শুনশান রাস্তাঘাট। রাস্তায় বাস ও গাড়ির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম দেখা গিয়েছে। বনধ সফল করতে সকাল থেকেই এলাকায় টহল দেয় বিজেপির বাইক বাহিনী। তৃণমূলের তরফে দোকানপাট খোলা রাখা চেষ্টা করা হলেও জোর করে তা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সামনেও দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। অগত্যা বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ। সেখান থেকে একজনকে আটক করা হয়। অন্যদিকে, ৩ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকায় বিজেপির বাইক মিছিলেও লাঠিচার্জ করে পুলিশ। সেখান থেকেও ১ জনকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। যাতে নতুন করে এলাকায় উত্তেজনা না ছড়ায় সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।