আইএসএলে আজ বুধবার চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে খেলতে নামছে এটিকে। গত ম্যাচে ৫ গোল এখন অতীত কোচ হাবাস এবং তাঁর দলের ছাত্রদের কাছে। গত ম্যাচের সাফল্যের কথা ভুলে আজ নতুন উদ্যমে ছেলেদের সর্বশক্তি দিয়ে লড়াই করার কথা বলেছে এটিকে কোচ। তাঁর লক্ষ্য আজ ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়া।
হাবাস জানিয়েছেন, ‘পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চেন্নাইয়ান এফসি এখন কোনও ম্যাচ জিততে পারেনি। তবুও ওদের হাল্কাভাবে দেখতে আমরা নারাজ। কারণ, প্রতিপক্ষ দলে বিদেশিদের মধ্যে রাফায়েল বেশ ভালো খেলোয়াড়। আর ভারতীয়দের মধ্যে আছে অনিরুদ্ধ থাপা। চেন্নাইয়ের মাঠে প্রচুর সমর্থক থাকবে। কেরল, গোয়ার মতো চেন্নাইয়েও আইএসএল নিয়ে আগ্রহ বেশি। তাই বুধবার তিন পয়েন্ট তোলার জন্য আমাদের কঠিন পরিশ্রম করতে হবে।’
হাবাস কী দল নামাবেন তা বুঝতে দেননি। তবে যা অনুশীলন করিয়েছেন এটিকের স্পেনীয় কোচ, তাতে ৩-৪-৩ ছকেই দল নামাবেন তিনি। বিদেশিদের বাইরে যে দু’জন ফুটবলার যুবভারতীতে নজর কেড়েছিলেন, তাঁদের মধ্যে সোসাইরাজ এবং প্রবীর দাশ অন্যতম। সোসাইরাজের বাড়ি চেন্নাইয়ে। ঘরের মাঠে তিনি এটিকের হয়ে আগুন ঝরানোর চেষ্টা করবেন বলে মনে করছেন হাবাস। দীর্ঘ দিন পরে চোট সারিয়ে ফিরে আসা প্রবীরও দারুণ ফর্মে। তাঁর পাস থেকে শেষ ম্যাচে গোলও করেছেন এদু গার্সিয়া। সামনের রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস জুটিকে ব্যবহার করছেন হাবাস। একটু নিচু থেকে খেলছেন হাভি হার্নান্ডেজ। আদতে কিছুটা আক্রমণাত্মক ভাবেই খেলছে এটিকে।
অন্যদিকে চেন্নাইয়ান এফসি’র কোচ জন গ্রেগরি জানিয়েছেন,‘ভারতে অনেকদিন কোচিং করাচ্ছি। প্রথম ম্যাচে এফ সি গোয়ার বিরুদ্ধে আমাদের রক্ষণ তেমন খেলতে পারেনি। তবে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে আমরা অনেক সুসংহত ফুটবল খেলেছি। আমাদের স্ট্রাইকার আন্দ্রেকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। দ্বিতীয় ম্যাচে জিততে না পারলেও দলের খেলায় আমি খুশি। ঘরের মাঠে খেলার পুরো সুবিধা নিতে হবে আমাদের। কলকাতায় আয়োজিত গত ম্যাচে এটিকে বড় ব্যবধানে জিতেছে। ওদের আত্মবিশ্বাস তুঙ্গে। তাই প্রথম কিছুক্ষণ হাবাস-ব্রিগেডকে পরখ করে নিতে চাই।’