মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপি-শিবসেনার মধ্যে দড়ি টানাটানি অব্যাহত। দুপক্ষের আলাদা আলাদা ভাবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। এরই মধ্যে সুর আরও এক ধাপ চড়িয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত কংগ্রেস ও এনসিপি-র হাত ধরে সরকার গড়ার সম্ভাবনাও উস্কে দিলেন।
সব মিলিয়ে শিবসেনার অনড় অবস্থানে রীতিমতো অস্বস্তিতে অমিত শাহ-নরেন্দ্র মোদীরা। সূত্রের খবর, দু’দলই তলে তলে সংখ্যা বাড়াতে যোগাযোগ শুরু করেছে নির্দল বিধায়কদের সঙ্গে। সকালে প্রথমে শিবসেনা নেতা দিবাকর রাওতে এবং পরে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেবেন্দ্র ফডণবীস রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করেন। দু’জনেই ওই সাক্ষাৎকে দীপাবলির পরে শুভেচ্ছা সাক্ষাৎ বলে দাবি করেন।
কিন্তু সন্ধ্যায় শিবসেনার সঞ্জয় রাউত এনসিপি ও কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেন, ‘সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। রাজনীতিতে কেউই সাধু-সন্ত নয়। কিন্তু শিবসেনা নীতিতে বিশ্বাস করে। আমরা শেষ পর্যন্ত বিজেপির জন্য অপেক্ষা করব। আশা করি বিজেপি আমাদের বিকল্প পথে যেতে বাধ্য করবে না। জোট ভাঙার ভাগীদার হতে চায় না শিবসেনা।’
রাউত যে বিকল্প পথের কথা বলছেন, তা হল এনসিপি আর কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়া। সেই জোটকে বাইরে থেকে সমর্থন দেবে কংগ্রেস, এমনই দাবি করা হয় শিবসেনা সূত্রে। টানাপড়েনের এই আবহে নির্দলদের কাছে টানতে তৎপর হয়েছে দুই দলই। দেবেন্দ্র ফডণবীসের দাবি, অন্তত ১৫ জন বিধায়কের সমর্থন বিজেপির পক্ষে রয়েছে। তাঁদের মধ্যে আজ দু’জন নির্দল বিধায়ক প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করার কথা জানানও। পিছিয়ে নেই উদ্ধবও। শিবসেনা সূত্রে জানানো হয়েছে, আজ একাধিক নির্দল বিধায়কের সঙ্গে বৈঠক করেছেন শিবসেনা প্রধান। যার মধ্যে অন্তত তিন জন শিবসেনাকে সমর্থন করার আশ্বাস দিয়েছেন। সব মিলিয়ে শিবসেনা ও বিজেপির দ্বন্দ্বে প্রবল অস্বস্তিতে মোদী-শাহরা।