ক্রিকেট জীবনে পথ চলা প্রায় একই সঙ্গে। ক্রিজে তাঁদের জুটি সবসময় প্রশংসা কুড়িয়েছে। ভারতের হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন তাঁরা। এ বার ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাঠের বাইরেও কাজে নেমে পড়ল এই দুই কিংবদন্তি। সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড়।
বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসেই সৌরভ দেখা করতে চলেছেন তাঁর এক সময়কার সতীর্থ দ্রাবিড়ের সঙ্গে। যিনি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) দায়িত্বে। বুধবার দ্রাবিড়ের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসবেন সৌরভ। যেখানে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকে থাকার কথা বোর্ডের নতুন পদাধিকারীদেরও।
এনসিএ-র ডিরেক্টর হওয়ার পরেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের একটি রূপরেখা ছকে নিয়েছিলেন দ্রাবিড়। যা নিয়েই তিনি এ বার আলোচনা করবেন সৌরভের সঙ্গে। অতীতে সৌরভ এবং দ্রাবিড়কে বোর্ডের সভায় এক সঙ্গে দেখা গিয়েছে। যেমন টেকনিক্যাল কমিটির বৈঠকে। যেখানে চেয়ারম্যান ছিলেন সৌরভ। দু’জনের জুটি এ বার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে কোন রাস্তায় এগিয়ে নিয়ে যায়, সেটা দেখতে চান অনেকেই। গত সপ্তাহে ভিভিএস লক্ষ্মণ যেমন টুইট করেছিলেন, ‘‘একটা জিনিস আমি দেখতে চাই। কী ভাবে এনসিএ-কে এগিয়ে নিয়ে যেতে পারে সৌরভ।’’