খাতায় কলমে বিজেপির অন্যতম শরিক দল শিবসেনা। ভোটের ময়দানে বারবারই তারা জোট হিসেবে লড়াই করেছে। কিন্তু সেই আবহাওয়ার মধ্যেই বারবার বিজেপি বিরোধী সুর তুলেছেন শিবসেনার নেতা-নেত্রীরা। এইবার মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপির গড়িমসিকে কটাক্ষ করল শিবসেনা। হরিয়ানার প্রসঙ্গ টেনে এবার বিজেপিকে বিদ্ধ করল তারা। ভোটের এতদিন পরেও কেন মহারাষ্ট্রে সরকার গঠন হল না, একটি সংবাদসংস্থার এই প্রশ্নের উত্তরে শিবসেনার নেতা সঞ্জয় রাউত বলেন, “আমাদের দলে কোনও দুষ্মন্ত (চৌটালা) নেই যাঁর বাবা জেলে। এখানে আমরা ধর্ম ও সত্যের রাজনীতি করি। শরদ (পওয়ার), যিনি বিজেপি-বিরোধিতার পরিবেশ তৈরি করেছেন তিনি ও কংগ্রেস – এদের কেউ কখনোই বিজেপির সঙ্গে যাবে না।”
প্রসঙ্গত, নির্বাচনে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় একক ক্ষমতায় সরকার গড়তে না পারায় জননায়ক জনতা পার্টির (জেজেপি) সমর্থন নিয়ে সরকার গড়েছে বিজেপি। জেজেপির প্রধান দুষ্মন্ত চৌটালা হয়েছেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী। ভোটের প্রচারে লাগাতার বিজেপিকে আক্রমণ করেছিলেন দুষ্মন্ত চৌটালা।
বিজেপি-বিরোধীদের অভিযোগ, দুষ্মন্ত চৌটালার বাবা অজয় চৌটালাকে ঘুঁটি হিসাবে ব্যবহার করেই দুষ্মন্তের থেকে সমর্থন আদায় করেছে বিজেপি। দুর্নীতির অভিযোগে বেশ কিছুদিন ধরেই জেলে ছিলেন অজয়। বিজেপি এবং জেজেপি জোট বাঁধার পরের দিনই ফেরলে জেল থেকে ছাড়া পান অজয়। সেই খোঁচাই বিজেপিকে দিয়েছে শিবসেনা।
বেশ কিছুদিন ধরেই টানা বিজেপিকে চাপ দিয়ে যাচ্ছেন সঞ্জয় রাউত। তিনি বলেন, “উদ্ধব ঠাকরেজি বলেছেন, আমাদের হাতে অন্য উপায়ও রয়েছে, তবে আমরা পাপ করতে চাই না। শিবসেনা চিরকালই রাজনৈতিক সততায় বিশ্বাসী। আমরা ক্ষমতার জন্য লালায়িত নই।” সূত্রের খবর, ক্রমাগত বিজেপিকে আক্রমণ করে যাওয়ার জন্য শিবসেনা তো বটেই, বিশেষ করে সঞ্জয় রাউতের উপরে বিজেপি অসন্তুষ্ট। সোমবার আলাদা করে দুই দলই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেছে। তার পরে এই দুই জোটসঙ্গীর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানারকম জল্পনা শুরু হয়েছে।