ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীত্ব ৫০-৫০ ভাগ হবে। এমনটাই দাবি ছিল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের। ভোটে জেতার পর সেই নিয়েই কথা শুরু হয়েছিল। বিজেপির ওপর প্রথম থেকেই ক্রমাগত চাপ সৃষ্টি করছে শিবসেনা। যার ফলে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপোড়েন এখনও অব্যাহত।
মুখ্যমন্ত্রীর পদ দাবি করে দু’পক্ষই নিজেদের কড়া অবস্থান নেওয়ার পর এ বার রাজ্যপালের আলাদাভাবে দেখা করার সিদ্ধান্ত নিল বিজেপি ও শিবসেনা। আজ, সোমবারই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও শিব সেনা নেতা তথা পরিবহণ মন্ত্রী দিবাকর রাওতে পৃথকভাবে দেখা করবেন রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারির সঙ্গে।
বিজেপির এক শীর্ষ সদস্য জানিয়েছেন, ‘কোনও এজেন্ডা স্থির করা হয়নি। অবশ্যই সরকার গঠন নিয়ে আলোচনা হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রাজ্যপালকে জানাবেন মুখ্যমন্ত্রী। বিশেষত পরবর্তী সরকার গঠনের দাবির বিষয়ে জানাবেন। রাওতেও তাঁর দলের বক্তব্য জানাবেন। শিব সেনার পরিষদীয় বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা জানাবেন।’
তবে এখনই শিবসেনার দাবির কাছে মাথা নত করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি৷ মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে যে ৫০-৫০ ফর্মুলা পেশ করেছেন এবং পাঁচ বছরের রাজত্বে আড়াই বছর মুখ্যমন্ত্রী হওয়ার দাবি করেছেন, সেই ফর্মুলার প্রতি সমর্থন ব্যক্ত করতে নারাজ বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
সূত্রের খবর, শনিবার গভীর রাতে নয়াদিল্লীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই বৈঠকেই স্থির হয়েছে এই সপ্তাহেই শিবসেনা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ তবে আলোচনায় বসলেও উদ্ধবের দাবি মতো ৫০-৫০ ফর্মুলাতে লিখিত সমর্থন জানানোর কোনও প্রশ্নই উঠছে না৷ ফলে দু’পক্ষের এমন কড়া মনোভাবে