অবশেষে বিদায় নিয়েছে বর্ষা। তবে যাওয়ার আগেও কালীপুজোয় নিজের উপস্থিতি নিয়ে মানুষকে শঙ্কায় ফেলতে ভোলেনি বর্ষা। আর বর্ষা বিদায় নিতেই অল্প হলেও বেড়েছে তাপমাত্রা। এবার অপেক্ষা শীত আসার। আবহাওয়া দফতর জানান দিল, এবার থেকে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা।
আবহাওয়া দফতর জানিয়েছে, হাওয়ায় আর্দ্রতা বেশি থাকায় দুপুরের দিকে মাঝেমধ্যে হালকা ঘাম হলেও সূর্যাস্তের পর ধীরে ধীরে কমবে তাপমাত্রা। রাতের দিকে হাওয়ায় হালকা হিমেল আমেজ থাকবে।
জেলায় এই তাপমাত্রা থাকবে আরেকটু কম। আর্দ্রতা কমতে শুরু করলে কয়েকদিন পর রাতের তাপমাত্রা একটু একটু করে কমবে। এদিকে মৌসম ভবন জানিয়েছে, আরব সাগরে ঘূর্ণিঝড় ‘ক্যার’–এর প্রভাব না কাটা পর্যন্ত পশ্চিমি ঝঞ্ঝা দানা বাঁধতে পারছে না। পশ্চিমি ঝঞ্ঝা দানা বাঁধলে উত্তর ভারতে শীতের অনুকূল পরিস্থিতি গড়ে উঠবে। উত্তুরে হাওয়া বইতে শুরু করবে। আর তখনই গড়ে উঠবে শীতের অনুকূল পরিস্থিতি।
শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার এক ধাক্কায় কয়েক ডিগ্রি বেড়ে তা হয়েছে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। টানা কয়েকদিন মেঘ আর কম তাপমাত্রা থাকার কারণে হালকা শীতের যে আমেজ তৈরি হয়েছিল এদিন তা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান খুব কম থাকায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। রবিবার থেকে তা কেটে যেতে শুরু করেছে। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। হাওয়ায় বাড়তি আর্দ্রতা থাকায় এই তাপমাত্রা নামতে পারবে না। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।