তামিলনাড়ুকে ভিজেডি পদ্ধতিতে ৬০ রানে হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হল কর্নাটক। শুক্রবার ঘরের মাঠ বেঙ্গালুরুতে আয়োজিত ফাইনালে মণীশ পাণ্ডের দলের হয়ে জয়ের নায়ক কে এল রাহুল ও অভিমন্যু মিঠুন। এই নিয়ে এই প্রতিযোগিতায় চার বার চ্যাম্পিয়ন হল তারা।
শুরুতে ব্যাট করে তামিলনাড়ু অলআউট হয়ে গিয়েছিল ২৫২ রানে। জবাবে বৃষ্টি ভেজা ম্যাচে ২৩ ওভারে এক উইকেট হারিয়ে ১৪৬ রান তুলে জিতে যায় কর্নাটক। এদিন টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কর্নাটকের অধিনায়ক মণীশ পাণ্ডে। কিন্তু ব্যাট করতে নেমে প্রথম থেকেই তামিলনাড়ু ধাক্কা খায় অভিমন্যু মিঠুনের সামনে। ওপেনার অভিনব মুকুন্দ (৮৫) রান পেলেও মুরলী বিজয় (০) মিঠুনের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। রান পাননি আর অশ্বিনও। তবে মিডল অর্ডারে বাবা অপরাজিত (৬৬) ও বিজয় শঙ্কর (৩৮) রান পাওয়ায় সাময়িক স্বস্তি মিলেছিল তামিলনাড়ু ড্রেসিংরুমে। ২৩ বলে ২৭ রান করেন অধিনায়ক দীনেশ কার্তিক। কিন্তু কার্তিক আউট হওয়ার পরেই ধস নামে তামিলনাড়ু শিবিরে।
চ্যাম্পিয়ন হয়ে কর্নাটক অধিনায়ক মণীশ পাণ্ডে বলছেন, ‘‘এই মরশুমে গোটা দলের মানসিকতাই ছিল সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়া। তা শেষ পর্যন্ত সফল ভাবে করতে পারায় ভাল লাগছে।’’