বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে। আগামী রবিবার রয়েছে কালীপুজো। আর তারপর, অর্থাৎ এই উৎসবের মরশুম যেতেই আসছে ভোট পর্ব। রাজ্যে তিন কেন্দ্রে হবে উপনির্বাচন। খড়গপুর সদর, করিমপুর এবং কালিয়াগঞ্জ এই তিন আসনে আগামী ২৫ নভেম্বর উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ২৮ তারিখ ভোটের ফল ঘোষণা।
কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে কালিয়াগঞ্জ বিধানসভা আসন এখন শূন্য। বিজেপির দিলীপ ঘোষ এবং তৃণমূলের মহুয়া মৈত্র লোকসভা ভোটে জিতে সাংসদ হয়ে যাওয়ায় তাঁদের ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্র খড়গপুর সদর ও করিমপুরে উপনির্বাচন করতে হবে।
এখনও পর্যন্ত যা মনে করা হচ্ছে তাতে এই তিন কেন্দ্রে এবার লড়াই হবে ত্রিমুখী। সূত্রের খবর, বিধানসভার তিনটি কেন্দ্রের উপনির্বাচনেই জোট বেঁধে ময়দানে নামতে চলেছে কংগ্রেস ও সিপিএম। রফায় ঠিক হয়েছে, তিনটির মধ্যে দু’টি আসনে লড়বে কংগ্রেস, অন্যটিতে সিপিএম। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি।
সূত্রের খবর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর কংগ্রেসকে ছেড়ে করিমপুরে প্রার্থী দেবে সিপিএম— এমন রফাসূত্র তৈরি হয়েছে। কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসেরই দখলে, আর খড়গপুর সদরে দীর্ঘ দিনের বিধায়ক ছিলেন কংগ্রেসের প্রয়াত নেতা জ্ঞানসিংহ সোহনপাল (চাচা)। তাঁকে ২০১৬ সালে হারিয়ে বিধায়ক হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। তবে এই ৩ কেন্দ্রেই কোমড় বেঁধে নামছে তৃণমূল। বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রাজ্যের শাসক দল।