না জুটেছে ডিম, না ডাল-সবজি! যোগী রাজ্যে পড়ুয়াদের পাতে জুটল শুধুই নুন-রুটি। সম্প্রতি এমনই একটি ভিডিও ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। নুন রুটির পর ফের বিতর্কে যোগী রাজ্য। এবার পড়ু্য়াদের নিম্নমানের ব্যাগ–জুতো দেওয়ার অভিযোগও উঠল উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, এমনই ব্যাগ দেওয়া হয়েছে, যা কিনা একমাসও ঠিক করে চলেনি। ২০দিনের মধ্যেই ছিঁড়ে গিয়েছে।
তৃতীয় শ্রেণির এক পড়ুয়া শুভম জানায়, ‘আমি গত জুলাই মাসে ব্যাগ পেয়েছিলাম। কিন্তু কুড়িদিনের মধ্যেই এই ব্যাগটি ছিঁড়ে যায়। ব্যাগ এতটাই ছোট যে, বইপত্রের ওজন বইতে পারে না। খুবই নিম্নমানের এটি। গত বছর যে ব্যাগ দেওয়া হয়েছিল, সেটিও এরকমভাবে ছিঁড়ে গিয়েছিল।’ একই অবস্থা জুতোর ক্ষেত্রেও। কেউ হয়ত জুতো পায়নি, কেউ আবার পেলেও জুতোর সাইজ ভিন্ন।
পঞ্চম শ্রেণির এক পড়ুয়া অভিষেক জানায়, ‘জুলাই মাস থেকে জুতো দেওয়া হয়েছিল, কিন্তু আমি এখনও নিজের জুতোটা পাইনি। যেটা পেয়েছিলাম সেটা আমার পায়ের মাপের ছিল না। অথচ এতদিন কেটে গেলেও সেটি পাল্টে সঠিক মাপের জুতো পাইনি।’
লখনউয়ের জিয়ামৌ এলাকার একটি স্কুলে গিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা দেখতে পান, অভিযোগ সত্যি। পড়ুয়াদের খুবই নিম্নমানের ব্যাগ এবং জুতো দেওয়া হয়েছে। এক পড়ুয়া জানায়, ‘আমাদের যে ব্যাগ দেওয়া হয়েছে, তা খুবই নিম্নমানের। বাজারে এর থেকে ভাল মানের ব্যাগ পাওয়া যায়। আমার ব্যাগ ছিঁড়ে গিয়েছে। শুধু কয়েকটি এলাকা নয়, রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলেই একই ছবি। যা নিয়ে প্রশ্নের মুখে যোগী প্রশাসন।