মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। লোকসভা ভোটে দেশ জুড়ে যে গেরুয়া ঝড় উঠেছিল এবার তা কার্যত ভ্যানিশ। আর কাজ করছে না মোদী ম্যাজিক। কাশ্মীরও মুখ ফিরিয়েছে মোদীর থেকে। এই ফলের জন্যে দলের মেরুকরণ রাজনীতিকেই দূষলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। অবিলম্বে এই নীতি ত্যাগ করার পরামর্শও তিনি দিয়েছেন গেরুয়া শিবিরকে।
বিহারের কিষানগঞ্জ উপনির্বাচনে বিজেপির সুইটি সিংকে ১০,২০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এআইএমআইএম-এর প্রার্থী কামরুল হুদা। বিধানসভা নির্বাচন উপনির্বাচনের ফল বিজেপির জন্য ‘সতর্কবার্তা’ বলে ওয়াইসি আরও বলেন যে, নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে সময় বদলাচ্ছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর জনসভার জোরে ভবিষ্যতে জয় পাওয়া সম্ভব হবে না।
হায়দ্রাবাদে গতকাল ওয়াইসি বলেছেন, ‘বিজেপি দাবি করেছিল মহারাষ্ট্রে বিপুল ভোটে জয়ী হবে, কিন্তু আশানুরূপ ফল সেখানে হয়নি। আর আমি তো বলব, হরিয়ানায় ওরা হেরেছে। মেরুকরণের রাজনীতি ছেড়ে বিজেপির উচিত দেশের অর্থনীতি এবং গ্রামীণ দূরবস্থার প্রতি মনোযোগী হওয়া।’