আনুষ্ঠানিক ভাবে বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন বুধবার। আজ শুক্রবার ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা দেবে রাজ্য ক্রিকেট সংস্থা।
নতুন বোর্ড প্রেসিডেন্টকে বরণ করে নিতে তৈরি সিএবি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এবং ভিভিএস লক্ষ্মণ।
বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বুধবার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন তিনি। বৃহস্পতিবারই ভারত অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে আলোচনায় বসেন তিনি। অধিনায়কের সঙ্গে ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ নিয়ে আলোচনা হয় সৌরভের। বৃহস্পতিবার কোহালির সঙ্গে আলোচনা সেরে রাতেই শহরে ফিরেছেন সৌরভ।
বোর্ড সভাপতি হিসাবে মনোনীত হয়ে শহরে ফেরার পরেই সিএবি সংবর্ধনা দিয়েছিল সৌরভকে। আতসবাজি পুড়িয়ে, ফুল দিয়ে বরণ করা হয়েছিল সৌরভকে। কেক কেটেছিলেন তিনি। সাজানো হয়েছিল সিএবি। এ দিনের সংবর্ধনার জন্যও প্রস্তুত হচ্ছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। ‘প্রিন্স অব ক্যালকাটা’ সম্পর্কে আজহার বলেছিলেন, “সৌরভের জেদটা তাঁকে প্রভাবিত করেছে। বোর্ড প্রশাসনে সৌরভ যে সফল হবেন, সেই ব্যাপারেও আজহারের কোনও সংশয় নেই”৷