ফের রেকর্ড। ফের নতুন ইতিহাস সৃষ্টি করলেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ টি উয়েফা ম্যাচে গোল করলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এই নজির অন্য কোনও ফুটবলারের নেই। মেসির গোলেই স্লাভিয়া প্রাগের বিরুদ্ধে এগিয়ে যায় বার্সেলোনা। পরে প্রতিপক্ষকে ২-১ হারিয়েছে মেসি-সুয়ারেজ সমৃদ্ধ বার্সা।
উয়েফার তরফে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে সর্বকালের সেরা গোলস্কোরারদের তালিকায় শীর্ষে মেসি। তিনি করেছেন ৬৭টি গোল। দ্বিতীয় স্থানে ৬২টি গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ৪৩ টি গোল করে তৃতীয় স্থানে রয়েছেন বেঞ্জিমা।
এদিন ম্যাচ শুরুর ৩ মিনিটের মধ্যেই গোল করেন মেসি। চেক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম ৪৫ মিনিটে আর গোল পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই পাল্টা গোল দেয় প্রাগ। তবে সেম-সাইড গোলের জেরেই ম্যাচে এগিয়ে যায় বার্সা। ব্যালন ডি’ওর-এ টানা ১৪ বার মনোনয়ন পাওয়ার দু’দিন পর এই ম্যাচে নতুন কৃতিত্ব অর্জন করলেন এলএমটেন। মেসির বয়স এখন ৩২। নিন্দুকদের মতে, তাঁর ফুটবল জীবন এখন চূড়ান্ত পর্যায়ে। তবে এমন সময়ও মেসির রেকর্ডই তাঁর হয়ে জবাব দিচ্ছে।