বিতর্ক, বিবাদ, সংঘাত যতই থাক না কেন৷ তিনি তো দিদি৷ তাই এবার রাজ্যপাল জগদীপ ধনকরকে ভাইফোঁটা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, সেইমত তাঁর কালীঘাটের বাড়িতে রাজ্যপালকে আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
রাখীবন্ধন উৎসবে রাজ্যপাল জগদীপ ধনকরকে রাখি পরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার তাঁকে ভাইফোঁটাও দিতে চান তিনি৷ শুধু তাই নয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতেও রাজ্যপালকে আমন্ত্রণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, এই বার্তা দিয়ে ইতিমধ্যেই রাজভবনে নিমন্ত্রণ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী৷
রাজ্য সরকার বনাম রাজ্যপাল৷ এই বিবাদ শুরু হয়েছে যাদবপুর কাণ্ড থেকেই৷ যাদবপুরে গিয়ে বিক্ষোভের মুখে পড়া কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বের করে আনতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছুটেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ এরপরেই তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস৷ এরপর পুজো কার্নিভ্যাল নিয়ে শুরু হয় ফের বিতর্ক৷ রাজ্য সরকার তাঁকে কার্নিভ্যালে ডেকে অপমান করেছেন বলে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যপাল৷ তবে যতই সংঘাত থাকুক না কেন সব পিছনে ফেলে ফের রাজনৈতিক সৌজন্যের নজির তৈরি করে রাজ্যপালকে ভাইফোঁটার জন্য আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী।