আদিত্য ঠাকরেই হবে মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসনে গণনার ট্রেন্ড সামনে আসতেই ফের শিবসেনার গলায় শোনা গেল নয়া দাবি ৷ ভোট গণনা শেষ হওয়ার আগেই শিবসেনা নেতা সঞ্জয় রাউতের এমন বক্তব্য রাজনীতির ময়দানে নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে ৷ জল্পনা তাহলে কি ভোটের অঙ্কে হতে চলেছে পট পরিবর্তন ৷ পদ্ম ছেড়ে কি হাতেই হাত দিতে চলেছে শিবসেনা?
বৃহস্পতিবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানোর দাবি তুলতে শোনা যায় তাঁকে। সঞ্জয়ের এই বক্তব্যেই রাজনীতির ময়দানে নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে৷ জল্পনা হচ্ছে, তাহলে কি ভোটের অঙ্কে হতে চলেছে পট পরিবর্তন। সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে কি কোনও ভাবে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে রাজি হবে শিবসেনা? কেননা বিজেপির জন্য আসন বণ্টন দিয়ে মারাত্মক বিবাদ বেঁধেছিল শিবসেনার।
যদিও সঞ্জয় রাউতের সাফ বক্তব্য, বিজেপির সঙ্গে এই মুহূর্তে কোনও সমস্যা নেই। তবে বিজেপি একা লড়লে একক সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি করতে পারবে না বলে দাবি করেন তিনি। তবে যদি কখন বিরোধী দলের সঙ্গে জোট করতে হয় তবে শর্ত হিসেবে আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবি সামনে রাখতে চায় সেনা। যেই বক্তব্যের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও চলতি নির্বাচনের পর আদিত্যকে উপ-মুখ্যমন্ত্রীর চেয়ার দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
শেষ পাওয়া খবরে ২৮৮টি আসনের মধ্যে ১৬৯টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া জোট। কংগ্রেস-এনসিপি এগিয়ে ৯২টি আসনে।